এক বছরের বেশি সময় ধরে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আছি। এই সময়ে অনেক মানুষ চাকরি হারিয়েছেন, আবার অনেকের বেতন কমে গেছে। কিন্তু এই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। ফলে জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে না বাড়ে, তার ব্যবস্থা থাকা প্রয়োজন। করোনার মধ্যে যাঁদের আয় বন্ধ হয়ে গেছে, তাঁদের জন্য বরাদ্দ রাখা দরকার। পাশাপাশি আরও বেশিসংখ্যক বয়স্ক মানুষকে ভাতার আওতায় আনা প্রয়োজন।



করোনার মধ্যে আমাদের দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রকৃত চিত্র ফুটে উঠেছে। তাই এ খাতে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। পাশাপাশি যত দ্রুত সম্ভব, দেশের বড় একটা অংশকে করোনা টিকার আওতায় আনতে হবে। মানুষের জীবন বাঁচাতে বাজেটে বড় ধরনের পদক্ষেপ আশা করছি।

করোনার মধ্যেও ব্যাংকগুলো টার্গেট বেঁধে দিচ্ছে। ফলে ব্যাংক কর্মকর্তারা চাপে পড়ে যাচ্ছেন। সরকার যদি ব্যাংক থেকে কম কর নিত, তাহলে চাপ কম হতো।

ব্যাংকগুলোতে মুনাফার যে অসুস্থ প্রতিযোগিতা রয়েছে, তাতে ব্যাংকারদের ওপর অনেক চাপ পড়ে। সে জন্য এই প্রতিযোগিতা বন্ধ করা দরকার।

দুর্নীতি দেশের বড় ক্ষতি করছে। এ কারণে দেশের বদনামও হচ্ছে। নষ্ট হচ্ছে অনেক সম্ভাবনা। বাড়ছে বৈষম্য। সে জন্য শেষ কথা হলো, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে দেখতে চাই।

Post a Comment

Previous Post Next Post