ইসরাইলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ
: জেরুসালেম পোস্ট
ইসরাইলের নতুন প্রেসিডেন্ট হয়েছেন আইজ্যাক হারজোগ। বুধবার তিনি ইসরাইলি পার্লামেন্ট নেসেটের ভোটে নির্বাচিত হন। তিনি হলেন দেশটির দ্বিতীয় প্রজন্মের ও সার্বিকভাবে ১১তম প্রেসিডেন্ট। ইসরাইলে প্রধানমন্ত্রী নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই নির্বাচন হলো।
বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের স্থলাভিষিক্ত হওয়ার এই লড়াইয়ে দেশটির সাবেক প্রধানশিক্ষিকা মিরিয়াম পেরেৎজকে হারিয়েছেন হারজোগ (৬০)। ২০১৪ সালে দেশটির পার্লামেন্টের আলঙ্কারিক প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন রিউভেন রিভলিন।
হারজোগ আইস্যাক আগামী ৯ জুলাই ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ২০০৩ সালে ইসরাইলের পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো ইহুদিদের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষায় নিয়োজিত আধা-সরকারি সংস্থা ইসরাইলি ইহুদি সংস্থার প্রধান হিসেবে সম্প্রতি দায়িত্ব পালন করেছেন তিনি।
সূত্র : নয়া দিগন্ত
Post a Comment