প্রশ্ন : আমি কি লোন নিয়ে ব্যবসা করতে পারব? লোন নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, কারণ কারও কাছেই টাকা ধার পাচ্ছি না।



উত্তর : লোন অর্থ যদি সুদে টাকা নেওয়া হয়, তাহলে পারবেন না। আপনার যতই প্রয়োজন হোক, শরীয়ত আপনাকে সুদী ঋণ নেওয়ার অনুমতি দেবে না। সুদবিহীন লোন নিতে পারেন অথবা ব্যবসা পণ্য নগদ লাভ দিয়ে কারও কাছ থেকে বাকীতে কিনতে পারেন। এটি দীর্ঘ মেয়াদে কিস্তিতে শোধ করে দিবেন। লোনের পরিবর্তে এটি একটি বৈধ পন্থা।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।

Post a Comment

أحدث أقدم