ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষণের নিয়ম লঙ্ঘন করায় বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলকে তিন মিলিয়ন রুবল (রাশিয়ান মুদ্রা) বা ৪১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) রাশিয়ার একটি আদালত এই জরিমানা করেন। দেশটিতে এ ধরনের অপরাধে গুগলকে জরিমানার ঘটনা এটাই প্রথম।
জরিমানার বিষয়টি গুগল নিশ্চিত করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা। খবর রয়টার্সের।
গুগলের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের মধ্যে এই সাজা দেওয়া হলো। এর আগে দেশটিতে আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে জরিমানা করা হয়েছে। এর আগে নিষিদ্ধ কনন্টেট বন্ধ করতে ব্যর্থ হওয়ায় রাশিয়ায় গুগলকে জরিমানা করা হয়েছিল। সূত্র : রয়টার্স।
إرسال تعليق