উত্তর : পরচুলা ব্যবহার করা শরীয়তে জায়েজ নেই। তবে যদি কেউ প্লাষ্টিক সার্জারির মাধ্যমে চল বসায় বা টাকের জায়গায় আলাদা চুল ট্রান্সপ্লান্ট করে, এটি জায়েজ হতে পারে। তবে, এসব কৃত্রিম বস্তু যেন তার অজু গোসলে পাক হওয়ার ক্ষেত্রে বাধার কারণ না হয়। চুল বসানোর পদ্ধতি ও বিস্তারিত বিবরণসহ বিজ্ঞ আলেমের পরামর্শ নিতে হবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
إرسال تعليق